পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ হলুদ রংঙ্গের বিকেলটা ভালো-তো-লাগেনা”

ছবি
“ হলুদ রংঙ্গের বিকেলটা ভালো-তো-লাগেনা ” হলুদ রংঙ্গের বিকেলটা ভালো-তো- লাগেনা, অাঁকা-বাঁকা মেঠো পথে রাখাল বাঁশি-বাঁজায় না, মনের মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না, অাকাশের মন ভালো নেই-পাখিদের মন ভালো নেই- গোলোপের মন ভালো নেই- অামাদের মন ভালো নেই। অাকাশের মন ভালো নেই-পাখিদের মন ভালো নেই- http://nirrjon.blogspot.com

“ যে অনল তোমায় পোড়ায়”

ছবি
“যে অনল তোমায় পোড়ায়” http://nirrjon.blogspot. com বন্ধু তুমি জ্বলছো ধূপের মতো, শুনে আমি ব্যথা পেলাম কিছু, বুঝতে পারি তোমার বুকে জমছে অনেক ক্ষত, কি আর হবে আমার কাছে বলে, আমার গাড়ী তোমার মতোই চলে । বন্ধু তোমার স্বপ্ন ছিলো অঢেল, সিন্ধু থেকে মুক্তো নিবে তুলে, ডুব দিয়েছো সেই খেয়ালে গহীন সাগর জলে মানিক তুমি পাওনি খুঁজে যা পেয়েছো নুড়ি, কি আর হবে আমার কাছে বলে, আমার কাছে শামুক আছে ভুরি ।। বন্ধু তুমি আঁধার বেঁচে কিনতে গেলে আলো, চুরি গেলো তোমার সকল জোনাক জ্বলা রাত, নিকষ কালো আঁধার ভূবন ছাড়লো না আর সাথ । কি আর হবে আমার কাছে বলে, আরো আঁধার দিতে পারি নিতে রাজি হলে ।

“মন যখন জাগলি-না-রে”

ছবি
“ মন যখন জাগলি-না-রে” অামার মন যখন জাগলি-না-রে, ও-তোর মনের মানুষ এলো দ্বারে, মন যখন জাগলি-না-রে, তাঁর চলে যাওয়ার শব্দ শুনে- ভাঁঙ্গল-রে-ঘুম, ও-তোর ভাঁঙ্গল-রে-ঘুম -অন্ধকারে, মন যখন জাগলি-না-রে। ও-তোর মনের মানুষ এলো দ্বারে- মন যখন জাগলি-না-রে। http://nirrjon.blogspot.com

“ নীল ধ্রুব তাঁরা”

ছবি
“নীল ধ্রুব তাঁরা” http://nirrjon.blogspot.com অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তাঁরা, অার কতো কাল অামি রবো দিশাহারা- রবো দিশাহারা।। জবাব কিছুই তার দিতে পারি নাই- শুধু ,পথো খুজে খুজে কেটে গেল- এ জীবনো সারা ,এ জীবনো সারা ।। অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তাঁরা, অার কতো কাল অামি রবো দিশাহারা-রবো দিশাহারা।। কারা যেন ভালোবেসে অালো জ্বেলে ছিল,  সূর্যের অালো তাই নিভে গিয়েছিল।। নিজের ছায়ার পিছে-ঘুরে ঘুরে-মরি মিছে,,  এক দিন চেয়ে দেখি -অামি -তুমি হারা, অামি-তুমি হারা।। অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা- অার কতো কাল অামি রবো দিশাহারা- রবো দিশাহারা।। অামি পথ খুজি না তো-পথো মোরে খোঁজে,, মনো যা বোঝে না বোঝে- না বুঝে তা বোঝে।। অামার চতুর পাশে -সব কিছু যায় অাসে, অামি শুধু তুষারিত গতিহীনো ধারা- গতিহীনো ধারা ।। অামায় প্রশ্ন করে নীল ধ্রুব তাঁরা- অার কতো কাল অামি রবো দিশাহারা- রবো দিশাহারা।।।।।।

“স্বাগতম নতুন মুখ”

ছবি
“স্বাগতম নতুন মুখ” “স্বাগতম নতুন মুখ” বিশেষ করে মূখ্য দৃষ্টি মাননীয় সাধারন সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী - ওবায়দুল কাদেরের দিকে। অাশা করি, সামনে বাংলাদেশের মানুষ নতুন -নতুন ভালো দিক নির্দেশনা এবং  গতি পাবে । http://nirrjon.blogspot.com

2016 সালে জেএসসি পরিক্ষার পরিক্ষক নিবন্ধন

2016 সালে জেএসসি পরিক্ষার পরীক্ষক নিবন্ধন করতে এখানে ক্লিক করুন

"মর্যাদা"

ছবি
মর্যাদা শিক্ষকগনের মর্যাদা বেতন দিয়ে পরিমাপ করা যায় না- এটা আমার কথা নয় ! গত কয়েক দিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ঊল্লেখিত বাক্যটি উচ্চরন করেন। এ প্রসঙ্গে দু’টি কথা না বললে নয় । মর্যাদা কে না চায় ? পিতামাতা সন্তানের জন্য পক্ষান্তরে সন্তান পিতামাতার জন্য । তদ্রুপঃ আমরাও চাই । শিক্ষকগনের এতো মর্যাদা দিলেন যে ১২৫/= ইনক্রিমেন্ট ছিল এটাও তুলে নিয়ে নিলেন! সকলে পাচ্ছে ৫% আমাদের বেলাই তারেনারে। “র্ঘানে আর্ধ ভোজন” কথাটা এখানেও সত্য হলো। আমরা শুধু শুনে যাচ্ছি সকলে পাচ্ছে। http://nirrjon.blogspot.com আমাদের এতো মর্যাদা আমারা বলতে পারিনা - আমাদের বাড়ি ভাড়া আর চিকিৎসার টাকার কথা ! হয়তো বলবেন ৫গুন বাড়িয়েছি । প্রশ্ন হচ্ছে ৫গুন কতো টাকা লজ্জা লাগে । আসলে ,আমরা মর্যাদার পাত্র না , আমরা হাসির- পাত্র , কেন না -এইতো ২/১ মাস আগের কথা আমাদের স্কুলে এক নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষক –এমপিও ভূক্তিও হয়েছেন আবার প্যানেল শিক্ষক হিসাবে সরকারি প্রাথমিকেও সুযোগ পেয়েছেন । তিনি কি করলেন মাধ্যমিক স্কুলের চাকুরি ছেড়ে দিলেন এবং প্যানেল ভূক্ত শিক্ষক হিসাবে প্রাথমিকে যোগদান করলেন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”