পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ অবশেষে মনটাকে অারও একবার বুঝালাম”

“অবশেষে মনটাকে অারও একবার বুঝালাম” অবশেষে মনটাকে আরও একবার বোঝালাম-  সখ আহ্লাদের জন্য তোর আবদার আমি রাখতে পারব না!  জীবনটা বাঁচিয়ে রাখতে যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জোগান আমার।  অতিরিক্ত কিছু আমার জন্য শুভ নয় তার প্রমান বহুবার পেয়েছি,  মন তুই পাগল হ আমি সামলে নিব কোন সমস্যা নাই,    বাট আমি যদি আবার পাগল হই তবে আমাকে সামলানোর কেউ নাই!  মন-তোকে বুঝতে হবে জন্মেছি গোলাম রূপে!  আত্মঅংকার প্রকাশ পায় এমন কিছু দরকার নাই!  মন তুই ধিক্কারের যাতনায় আমাকে কাঁদাস,  ভুল করেও অন্যকে কাঁদানোর প্রয়াস করিও না!  মন-তোর কাছে প্রার্থনা স্রোতের বিপরীতে আমায় নিয়ে যা!!

“ অানমনে অামাকে ভাবো”

ছবি
“অানমনে অামাকে ভাবো” তুমি কি এখনো, একা বিকেলে http://nirrjon.blogspot.com আনমনে আমাকে ভাবো? দূরে বহুদূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? কি কথায় ছিল সুখ হৃদয়েরই একই অনুভবে, দুজনেরই রাগে অনুরাগে । কি কথায় ছিল সুখ হৃদয়েরই একই অনুভবে, দুজনেরই রাগে অনুরাগে । সেদিনেরই সব কিছু আর কি পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? দূরে বহুদূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? আকাশের সোনা রঙ ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রঙ পিছু ডাকে। আকাশের সোনা রঙ ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রঙ পিছু ডাকে। এই রঙের কাছাকাছি কবে আমি যাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো? দূরে বহুদূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? তুমি কি এখনো, একা বিকেলে আনমনে আমাকে ভাবো?

" অনন্ত প্রেম"

ছবি
" অনন্ত প্রেম"                          - রবীন্দ্রনাথ ঠাকুর  তোমারেই যেন ভালোবাসিয়াছি http://nirrjon.blogspot.com শত রূপে শত বার জনমে জনমে , যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার , কত রূপ ধরে পরেছ গলায় , নিয়েছ সে উপহার জনমে জনমে , যুগে যুগে অনিবার।

" যদি কখনও আমি "

ছবি
" যদি কখনও আমি "  http://nirrjon.blogspot.com যদি কখনও আমি ভোরের শিশিরের মত ঝরে পড়ি প্রতিদিন , সেদিনও কি তুমি থাকবে আমার সাথে-   রাখবে কি তোমার তুলির মত পা শিশির ভেজা ঘাসে । যদি কোনদিন আমি মিশে যাই ঐ গোধূলির লগ্নে , তুমি থাকবে কি আমার ফিরে আসার আপেক্ষায় ।   যদি কোনদিন হারিয়ে যাই কথার নদী হয়ে , বাধবে কি সুর নতুন করে সে কথা কুড়িয়ে ।   যদি আবার জন্ম নিই নতুন করে তোমাতে , শান্তির প্রতিক করে পাইরা হিসেবে দেবেকি উড়িয়ে ।  

"আশ্রয়হীন ভালোবাসা"

ছবি
"আশ্রয়হীন ভালোবাসা"                                - সুকান্ত মাইতি ভালোবাসার আজ নেইকো ঠিকানা- হয়তো মুখোশের আড়ালে http://nirrjon.blogspot.com নয়তো বা মুখ আচেনা। ক্লান্তি জড়ানো বুকে ফুটন্ত লাভা,  হৃদয় যেন এক ঝলসানো মাংস পিন্ড- তাই ভালোবাসার নেইকো কোন আভা।

" আত্মভোলা"

ছবি
" আত্মভোলা" সে আমায় শত ঊপমায় - http://nirrjon.blogspot.com বারবার সাজায় শুধুই তার খেয়ালে,  আবুজ আমিও সং সাজি নিজেকে ভূলে।  ভূলে যায়-  আমি ঝড়ে ভাঙ্গা ডাল  বেঁচে আছি ঝুলে-ঝুলে , হয়তো পলকেই নিষ্প্রান দমকা হাওয়া এলে।  

"সাতই মার্চের ভাষণ"

ছবি
"সাতই মার্চের ভাষণ"     ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে ( বর্তমান http://nirrjon.blogspot.com সোহরাওয়ারর্দী উদ্যান ) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। ১৮ মিনিট স্থায়ী । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। এটি তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা।১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। পটভূমি ১৯৭০ খ্রিস্টাব্দে আওয়ামলীগ   পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "